ঢাকা ইপিজেডে বন্ধ প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতনের জন্য আবেদন আহ্বান

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা
ছবি: বেপজার ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ঢাকা ইপিজেড) বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠান শাইন ফ্যাশনের ছাঁটাই করা শ্রমিক, কর্মচারী–কর্মকর্তাদের বকেয়া বেতন দিতে কর্মীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাইন ফ্যাশনের ছাঁটাই হওয়া শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের আইনগত বকেয়া বেতন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য তাঁদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম ঢাকা ইপিজেডের অফিস থেকে সংগ্রহ করতে হবে। আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজ জমা দিতে হবে—

  • ১. কোম্পানির আইডি কার্ড ও বেপজা আইডি কার্ড (মূল কপি)।

  • ২. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

  • ৩. ব্যাংক অ্যাকাউন্ট নম্বরসহ একটি স্বাক্ষরবিহীন এমআইসিআর চেকের পাতার ফটোকপি।

  • ৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি।

নির্ধারিত সময়ে আবেদনপত্র জমা প্রদান সাপেক্ষে আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিক/ কর্মচারী/ কর্মকর্তাদের বিভাগ এবং সেকশন অনুযায়ী নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হবে। এ ছাড়া নির্ধারিত সময়ের পর কাগজপত্র জমা দেওয়া সাপেক্ষে প্রতি সপ্তাহের বুধবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হবে।