ফায়ার সার্ভিসের একটি পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দশম গ্রেডের ফোরম্যান পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফোরম্যানের দুটি শূন্য পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিপিএসসি ফরম-৫এ (আবেদনের কপি) জমা প্রদানকারী সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

কোভিড-১৯ মহামারির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থীদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে।