বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৯২

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত বৈজ্ঞানিক সহকারী পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের রাজস্বখাতভুক্ত বৈজ্ঞানিক সহকারী পদের লিখিত পরীক্ষা গতকাল শুক্রবার বিকেলে ইডেন মহিলা কলেজ, আজিমপুর, লালবাগ, কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ১৯২ জন প্রার্থী ব্যবহারিক/মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে

নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে।