পরিসংখ্যান ব্যুরোর ৯ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রাজস্ব বাজেটের ১২ থেকে ২০তম গ্রেডের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ থেকে ২০তম গ্রেডে ৯ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা ২৫ মে অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু অনিবার্য কারণে এই লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।
এসব পদে নিয়োগের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২২ সালের ১৮ জানুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে চলতি বছরের ২৫ মার্চ একই পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।