বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দশম গ্রেডে ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তা পদের বাছাই পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কর্মকর্তা পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৫ জন প্রার্থীর লিখিত পরীক্ষা ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এই পরীক্ষা নেওয়া হবে।
প্রশাসনিক কর্মকর্তা পদে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৪২৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকায় এই পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোনো প্রার্থীকে মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রসহ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
মুঠোফোন, কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্র, হাতঘড়ি, বইপুস্তক, ব্যাগসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। পরীক্ষার হলের গেটে পুলিশের উপস্থিতিতে উল্লিখিত দ্রব্যাদি এবং প্রবেশপত্র চেক করে প্রার্থীদের হলে ঢোকার অনুমতি দেওয়া হবে। পরীক্ষাকক্ষে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, কোনো ধরনের যোগাযোগের যন্ত্র বা হাতঘড়ি পাওয়া গেলে ওই প্রার্থীকে বহিষ্কার করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক গৃহীত সব নিয়োগ পরীক্ষার জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে।
কমিশনঘোষিত নিষিদ্ধ সামগ্রী নিয়ে কোনো পরীক্ষার্থী যেন পরীক্ষার হলে ঢুকতে না পারেন, সে জন্য হল কর্তৃপক্ষ এবং কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষার হলের প্রবেশপথে প্রার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিপূর্বক হলে ঢোকার বিষয়টি নিশ্চিত করবেন।
‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদের প্রার্থীদের বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-২০, সাধারণ জ্ঞান-২০ নম্বরসহ মোট ৯০ নম্বরের ৯০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষা চলাকালে বহিরাগত কেউ যেন কোনোভাবেই পরীক্ষার হলে ঢুকতে না পারে, সে বিষয় পরীক্ষা হলের প্রবেশপথে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করবেন। পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, গোয়েন্দা সংস্থার সদস্য, পিএসসির প্রতিনিধি বা অন্য কোনো পরিচয় নিয়ে কোনো ব্যক্তি পরীক্ষাকেন্দ্র ও হলে অনধিকার প্রবেশ করতে চাইলে প্রবেশপথে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানকে বিষয়টি অবহিত করবেন। কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধান তাঁর পরিচয় সম্পর্কে যথাযথভাবে নিশ্চিত হবেন এবং প্রয়োজনে প্রবেশের অনুমতি প্রদান করবেন।
পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে ঢুকতে দেওয়া হবে না।
‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদের প্রার্থীদের বাংলা-২৫, ইংরেজি-২৫, গণিত-২০, সাধারণ জ্ঞান-২০ নম্বরসহ মোট ৯০ নম্বরের ৯০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
‘প্রশাসনিক কর্মকর্তা’ পদের প্রার্থীদের বাংলা-৭৫, ইংরেজি-৭৫, গণিত-২৫, সাধারণ জ্ঞান-২৫ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৩ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
‘প্রশাসনিক কর্মকর্তা’ পদের প্রার্থীদের বাংলা-৭৫, ইংরেজি-৭৫, গণিত-২৫, সাধারণ জ্ঞান-২৫ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৩ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীদের একই সঙ্গে চারটি বিষয়ের জন্য চারটি উত্তরপত্র প্রদান করা হবে। প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে। হাজিরা তালিকা, উত্তরপত্র এবং অন্য কাগজপত্রে প্রার্থীর স্বাক্ষর একই হতে হবে।
লিখিত পরীক্ষার সময়সূচি এই লিংকে পাওয়া যাবে।