প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা হর্ষ জৈন ও ভাবিত শেঠ বলেন, নতুন এই নীতির আওতায় এক বছরে টানা এক সপ্তাহের ছুটি নেওয়া বাধ্যতামূলক। এই ছুটিতে থাকার সময় কর্মীর কাছে কোনো প্রকার খুদেবার্তা, ই–মেইল বা ফোন যাবে না। ওই ছুটির সপ্তাহটা যেন কর্মীর ভালো কাটে, সে কারণেই এই ব্যবস্থা।
ছুটিতে থাকা কর্মীর কাছে অন্য কোনো কর্মী যদি অফিসের কাজে যোগাযোগ করেন, তাহলে ওই কর্মীকে ১,২০০ ডলার (এক লাখ রুপি) জরিমানা দিতে হবে। এখন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।হর্ষ জৈন, ড্রিম ১১–এর সহপ্রতিষ্ঠাতা
হর্ষ জৈন বলেন, ছুটিতে থাকা কর্মীর কাছে অন্য কোনো কর্মী যদি অফিসের কাজে যোগাযোগ করেন, তাহলে ওই কর্মীকে ১,২০০ ডলার (এক লাখ রুপি) জরিমানা দিতে হবে। এখন পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রিম ১১ আনপ্ল্যাগ নীতির সুবিধা পেতে কর্মীদের অন্তত এক বছর চাকরি করতে হবে। এক বছর পর থেকে কর্মীরা এই অফিশিয়াল যোগাযোগহীন ছুটি নিতে পারবেন।