মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ১৪ পদের পরীক্ষা ৭ অক্টোবর

প্রতীকী ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৪ ক্যাটাগরির ১৪টি পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক পদের পরীক্ষা আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

রাজধানীর ইডেন মহিলা কলেজে ওই দিন দুপুর ১২টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারী প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে যথাসময়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।