বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নন-ক্যাডারে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ২ হাজার ৯৫৩ জন কর্মকর্তা নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে একটি পদের আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ষষ্ঠ গ্রেডের নন-ক্যাডার উপ-প্রধান বয়লার পরিদর্শক পদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হলো।

এ বিষয়ে পরবর্তী কার্যক্রম যথাসময়ে অবহিত করা হবে। বিজ্ঞপ্তির অন্যান্য পদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

২ হাজার ৯৫৩ জনের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স। কারা অধিদপ্তরে নেওয়া হবে ৫৫ জন ডিপ্লোমা নার্স।

আরও পড়ুন

পিএসসির নন-ক্যাডারে বড় নিয়োগ, শূন্য পদ ২৯৫৩

রেল মন্ত্রণালয়ে নেওয়া হবে ৫২ জন উপসহকারী প্রকৌশলী (স্টোর), ৮৫ জন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), ২০৫ জন উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল/ ট্রেন এক্সামিনার/ ড্রইং), ৩৫ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ে), ৩১ জন উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), ১১ জন উপসহকারী প্রকৌশলী (ব্রিজ), ৮ জন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টিমেটর), ১৫ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), ৭১ জন উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল/ টেলিকমিউনিকেশন), একজন উপসহকারী প্রকৌশলী (অ্যাস্টেট) ও ২ জন উপসহকারী প্রকৌশলী (মেরিন)।

ষষ্ঠ গ্রেডে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে একজন সুপারিনটেনডেন্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে একজন উপপরিচালক (আইন) নেওয়া হবে।

আরও পড়ুন

সরকার ১০ম গ্রেডে নেবে নার্স, পদ ২,৪২২