প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও মন্ত্রিপরিষদ বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী (৯ম গ্রেড) ও জুনিয়র প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ (৯ম গ্রেড) এবং মন্ত্রিপরিষদ বিভাগের অধীন তোশাখানা ইউনিটের সহকারী কিউরেটর (১১তম গ্রেড) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী পদে উত্তীর্ণ হয়েছেন ৪০ জন, জুনিয়র প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ পদে ১৩ জন ও সহকারী কিউরেটর পদে ৮ জন উত্তীর্ণ হয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিপিএসসি ফরম, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদ পিএসসিতে সরাসরি বা ডাকযোগে জমা দিতে হবে।

উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে

আরও পড়ুন