চাকরি স্থায়ী হলো ৪২৬ সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনের, দেখুন তালিকা
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ২৬ এবং সহকারী সার্জন পদের ৪০০ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বুধবার (১২ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এ–সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ৯ জুন চাকরি স্থায়ীকরণ–সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিসিএস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৭ মোতাবেক এসব কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়। এসব কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের তারিখ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এতে। তবে ৯ জুনের সভায় বিধিমালার ৭(১) ও ৭(২) বিধি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় একজনের চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়নি।