প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তিন পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যান পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যান পদে গত ৩০ মে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যেসব প্রার্থী বিপিএসসি ফরম-৫এ জমা দিয়েছেন, তাঁদের মধ্য থেকে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ মার্চ শুরু হবে।

মৌখিক পরীক্ষা চলবে ১৯ মার্চ পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সাময়িকভাবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বিস্তারিত বিবরণ এবং মৌখিক পরীক্ষা–সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।