বিভিন্ন মন্ত্রণালয়ের নবম গ্রেডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের নবম গ্রেডে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১২১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

লিখিত পরীক্ষার ফলাফল এই লিংকে দেখা যাবে।

কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (নবম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যসহ ৩০ এপ্রিল থেকে আগামী ১১ মের মধ্যে প্রতি কর্মদিবস সকাল ১০টা থেকে বেলা ৩টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (নন- ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর স্বাস্থ্যবিধি অনুসরণ করে হাতে হাতে জমা অথবা ডাকযোগে পাঠাতে হবে।

যেসব কাগজ জমা দিতে হবে

  • শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি

  • বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি)

  • বাছাই/লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি

  • বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি; ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে জন্মতারিখ–সংবলিত দালিলিক প্রমাণ জমা দিতে হবে

  • পাসপোর্ট সাইজের সদ্য তোলা তিন কপি সত্যায়িত রঙিন ছবি

  • মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণ/ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে)

  • আবেদনকারীর স্থায়ী ঠিকানা পরিবর্তিত হলে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে প্রামাণ্য সনদের সত্যায়িত কপি

আরও পড়ুন
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি

  • নাগরিকত্বের সনদ

  • প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি

  • চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের সত্যায়িত কপি

  • বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি

  • অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ২০২২ সালের ২৭ জানুয়ারির মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা অর্জনের তারিখসংবলিত শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।

নির্ধারিত তারিখের মধ্যে বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি)সহ কাগজপত্র/তথ্যাদি জমা দিতে ব্যর্থ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (নবম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি)সহ প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদি জমাদানকারী প্রার্থীদের কাগজপত্র/তথ্যাদি যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।