জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়
ছবি: সংগৃহীত

কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদের বড় ধরনের রদবদল এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। এ ছাড়া দুজন যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।

আরও পড়ুন

খাদ্য অধিদপ্তর নেবে ১৩৭৭ জন, আবেদন শুরু আজ

এনবিআরের দ্বিতীয় সচিব মো. মাসুদ রানা স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এসব কর্মকর্তাকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের কাস্টমসের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

আবারও আটকে গেছে চতুর্থ গণবিজ্ঞপ্তি, সমাধান কবে

এনবিআরের বদলি সংশ্লিষ্ট কর্মকর্তারা  বলেন, দেশের রাজস্ব খাতে গতি আনতে এনবিআর থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বদলির আদেশে এই কর্মকর্তাদের ১৪ ও ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

এখন থেকে স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি স্বয়ংক্রিয়ভাবে, জানাল অধিদপ্তর

আরও পড়ুন

সুনামগঞ্জ ডিসি অফিসে চাকরি, পদ ৪৪