বিআরটিএর সাত পদের পরীক্ষার তারিখ প্রকাশ, পরীক্ষার্থী ৩৬,৯০৭

মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাত ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর ও  সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা ২০ জানুয়ারি এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ক্যাশিয়ার পদের পরীক্ষা ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বেঞ্চ সহকারী পদের পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি ও অফিস সহায়ক পদের পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সাত ক্যাটাগরির পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৯০৭।

প্রার্থীদের প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সসূচি দেখা যাবে এই লিংকে

আরও পড়ুন