জনতা ব্যাংকের অফিসারের ৩১২ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক ‘অফিসার (আরসি)’–এর ৩১২ পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনতা ব্যাংক পিএলসির ২০২০ সালভিত্তিক ‘অফিসার (আরসি)’–এর ৩১২টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষায় যোগ্য বিবেচিত ৩ হাজার ৮১৩ প্রার্থীর ২ ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ৯ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর মডেল একাডেমি, পাইকপাড়া, গভ. (ডি-টাইপ) কলোনি, মিরপুর-১ ও ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল ধানমন্ডিতে এই পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ টেস্টের প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এ ক্ষেত্রে কোনো অজুহাতেই বিলম্বে উপস্থিতি গ্রহণযোগ্য হবে না।
প্রবেশপত্র (এক কপি) ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/ স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। উল্লিখিত কোনো কিছু পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিংবা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।

আরও পড়ুন

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও উভয় কান দৃশ্যমান রাখতে হবে। মাস্ক পরিধান ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা এখানে দেখা যাবে।