৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ৩০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আজ বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রুতলেখক পেতে আবেদন করার এ আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতলেখক প্রয়োজন হবে, তাঁদের জন্য পিএসসি থেকে শ্রুতলেখক নিয়োগ করা হবে। শ্রুতলেখকের চাহিদা জানিয়ে অফিস চলাকালে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার দপ্তরে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজ জমা দিতে হবে
ক. অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি
খ. প্রবেশপত্র
গ. প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি
ঘ. প্রতিবন্ধিতার সপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদের সত্যায়িত কপি
ঙ. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। উল্লেখ্য, সিভিল সার্জন সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের সহায়তায় (যেমন: দৃষ্টি প্রতিবন্ধিতার ক্ষেত্রে চক্ষুচিকিৎসক, শ্রবণপ্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধিপ্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা নিজ দায়িত্বে প্রতিবন্ধী প্রার্থীকে পরীক্ষা করে প্রতিবন্ধিতার সপক্ষে প্রত্যয়নপত্র প্রদান করবেন।
এসব কাগজপত্রসহ ৩০ মার্চের মধ্যে শ্রুতলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতলেখক নিয়োগ করা হবে না।
শ্রুতলেখকের জন্য আবেদনকারীকে কেবল পিএসসি থেকে অনুমোদিত শ্রুতলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।