বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩৮৫
বাণিজ্য মন্ত্রণালয়ের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদের প্রাথমিক বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৩৮৫ জন।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাছাই পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
রাজধানীর ঢাকা কলেজে এই পরীক্ষা নেওয়া হবে। ওই দিন বেলা ৩টায় পরীক্ষা শুরু হবে। প্রার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।