এমটিবির ডিএমডি হলেন আবদুল মাননান

আবদুল মাননানছবি: সংগৃহীত

বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন আবদুল মাননান। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এমটিবিতে ১৭ বছরের বেশি সময় ধরে কাজ করছেন তিনি।

আবদুল মাননান এনসিসি ব্যাংক পিএলসিতে শুরু করেন ব্যাংকিং ক্যারিয়ার। ৩৬ বছরের দীর্ঘ কর্মজীবনে হেড অফিস ও ফ্রন্টলাইন ব্যাংকিংয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। আবদুল মাননান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে দেশ-বিদেশে অসংখ্য প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি তিনি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও একাডেমিতে ব্যাংকিং ও ব্যাংকিং পেশাদারত্বের ওপর বক্তৃতা প্রদান করে থাকেন। বিজ্ঞপ্তি