প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের নবম গ্রেডের চাকরির ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের নবম গ্রেডের বয়লার পরিদর্শক পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বয়লার পরিদর্শক পদে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ১৬ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে এই লিংকে

আরও পড়ুন

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজ ১ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর ডাকযোগে কিংবা হাতে হাতে জমা দিতে হবে।

আরও পড়ুন

যেসব কাগজ জমা দিতে হবে, সেগুলো হলো মূল আবেদনপত্র বিপিএসসি ফরম ৫এ, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।

কোনো প্রার্থী মূল আবেদনপত্র বিপিএসসি ফরম ৫এ ১ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে না পারলে তাঁর প্রার্থিতা বাতিল হবে।

আরও পড়ুন
আরও পড়ুন