বাংলাদেশ ব্যাংকে অফিসার পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে এই লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার (জেনারেল)’ পদে নিয়োগের জন্য ২০২১ সালের ১৫ মার্চ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-১৮/২০২১ এবং ২০২১ সালের ৮ সেপ্টেম্বর প্রকাশিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর-৬১/২০২১–এর সূত্রে ২০২২ সালের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮০৩ জন উত্তীর্ণ হয়েছেন। এ পদের জব আইডি ২৩৪। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনের চতুর্থ তলায়, চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড হিসেবে গণ্য হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং প্রার্থীদের অনলাইন আবেদনে প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শন এবং এক সেট সত্যায়িত ফটোকপি ক্রমানুসারে সাজিয়ে চেকিং বোর্ডে জমা দিতে হবে।

আরও পড়ুন

কোনো ক্ষেত্রে যাচিত দলিলাদির ঘাটতি থাকলে বা পরবর্তীকালে কোনো সময় প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে দেখা যাবে।

আরও পড়ুন