ক্রীড়া মন্ত্রণালয়ের নবম গ্রেডের প্রভাষক ও ক্রীড়া অফিসারের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন সরকারি শারীরিক শিক্ষা কলেজের নবম গ্রেডভুক্ত প্রভাষক এবং ক্রীড়া পরিদপ্তরের নবম গ্রেডভুক্ত জেলা ক্রীড়া অফিসারের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রভাষক পদে ১২৮ জন এবং জেলা ক্রীড়া অফিসার পদে ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র বিপিএসসি ফরম-৫এ পিএসসির ওয়েবসাইট ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৮ মে থেকে আগামী ১১ জুন পর্যন্ত পরিচালক (ইউনিট-৫) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭–এর দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

যেসব কাগজপত্র জমা দিতে হবে

বিপিএসসি ফরম (আবেদন কপি), লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ডের এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন