পরিকল্পনা বিভাগের পাঁচ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
পরিকল্পনা বিভাগের ১৩ থেকে ২০তম গ্রেডের পাঁচ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচ ক্যাটাগরির পদে মোট উত্তীর্ণ হয়েছেন ২৮৮ জন। এর মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৬০ জন, কম্পিউটার অপারেটর পদে ৫৯ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৫ জন, ডাটা এন্ট্রি পদে ৪৯ জন এবং অফিস সহায়ক পদে ১০৫ জন উত্তীর্ণ হয়েছেন। গত ২৬ জানুয়ারি এই পাঁচ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এই লিংকেদেখা যাবে।