সিনিয়র স্টাফ নার্স পদের বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯৩০৬

প্রতীকী ছবি: প্রথম আলো

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩০৬ জন। পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দশম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৯ হাজার ৩০৬ প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার, স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ২ সেপ্টেম্বর সিনিয়র স্টাফ নার্স পদের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ৬ ফেব্রুয়ারি।

ফল দেখতে এখানে ক্লিক করুন।