এনটিআরসিএ জানায়, গত বছরের সেপ্টেম্বরে সিস্টেম এনালিস্ট পদে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ, বেতন স্কেল ৪৩ হাজার। আবেদনের বয়স ছিল সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা ছিল কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা চাওয়া হয়েছিল, কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন ৩ বছর চাকরির অভিজ্ঞতা। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হওয়ার বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এই পদে বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।