নিয়োগজট কমাতে যে উদ্যোগ নিল এনটিআরসিএ

ফাইল ছবি: প্রথম আলো

বিভিন্ন নিয়োগজট কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটি বলছে, সিস্টেম এনালিস্ট না থাকায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিতে হিমশিম খেয়েছিল প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি একজন সিস্টেম এনালিস্ট নেওয়ার পর থেকে নিয়োগজট কমে আসবে বলে মনে করছে এনটিআরসিএ।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান প্রথম আলোকে বলেন, ‘আগের সিস্টেম এনালিস্ট চলে যাওয়ার পর থেকে সিস্টেম এনালিস্ট–শূন্য হয়ে পড়ে এনটিআরসিএ। সিস্টেম এনালিস্ট সাধারণত বিভিন্ন নিয়োগ পরীক্ষার বিষয়ে এনটিআরসিএকে সহায়তা করে থাকে। সিস্টেম এনালিস্ট না থাকায় নিয়োগ পরীক্ষায় সাহায্য নিতে অন্যের ওপর নির্ভর করতে হতো। কিন্তু এখন সিস্টেম এনালিস্ট নিয়োগ দেওয়া শেষ পর্যায়ে। ওই পদে পরীক্ষা নেওয়া হয়েছে। সিস্টেম এনালিস্ট নির্বাচন করা হয়েছে। এখন সিস্টেম এনালিস্ট যোগদান করবেন। সিস্টেম এনালিস্ট যোগ দিলেই আর আমাদের অন্যের ওপর নির্ভর করতে হবে না। আমরা নিজেরাই নিয়োগ পরীক্ষার বিষয়ে সক্ষম হব। এতে আমাদের সব নিয়োগজট কমে আসবে।’

এনটিআরসিএ জানায়, গত বছরের সেপ্টেম্বরে সিস্টেম এনালিস্ট পদে কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ, বেতন স্কেল ৪৩ হাজার। আবেদনের বয়স ছিল সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা ছিল কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা আইসিটি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি।

আরও পড়ুন

অভিজ্ঞতা চাওয়া হয়েছিল, কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম এনালিস্ট/প্রোগ্রামার/কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন ৩ বছর চাকরির অভিজ্ঞতা। সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হওয়ার বিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এই পদে বেতন স্কেল  ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।