জাতীয় জাদুঘরের ৯ পদের চূড়ান্ত ফল প্রকাশ
বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের অনুমোদন মোতাবেক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৯টি পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় জাদুঘরের প্রকাশনা অফিসার, ঊর্ধ্বতন ফটোগ্রাফার, হিসাব রক্ষণ কর্মকর্তা, রেপ্লিকা ম্যানুফেকচারার, ফিল্ম এডিটর, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সহকারী পরিকল্পনা উন্নয়ন অফিসার ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়ন্ত্রণাধীন স্বাধীনতা জাদুঘরের সহকারী কিপার (ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা) (অস্থায়ী), উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) (অস্থায়ী) শূন্যপদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।