ইউনিয়ন সমাজকর্মী পদের মৌখিকের সূচি প্রকাশ, লাগবে যেসব কাগজপত্র

মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে, চলবে ১৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন ১৫০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তর, সদর কার্যালয়, আগারগাঁও, ঢাকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। মৌখিক পরীক্ষার শিডিউল বা সময়সূচিসহ বিস্তারিত তথ্য সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

  • ১. শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সব মূল বা সাময়িক সনদ, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি।

  • ২. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি।

  • ৩. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।

আরও পড়ুন
  • ৪. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ।

  • ৫. শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানের পিতা-মাতার/নাতি-নাতনির পিতার পিতা-মাতা/মাতার পিতা-মাতার মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি।

  • ৬. প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনি হলে প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত অনুলিপি।

গত ৩১ অক্টোবর ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ১৭৮ জন।

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব শূন্য পদের সংখ্যা ৪৬৩টি। আবেদন করেছিলেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন।

আরও পড়ুন

২১ অক্টোবর সারা দেশে ৬৪ জেলায় ইউনিয়ন সমাজকর্মী পদের লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬ লাখ ৬২ হাজার ২৭০ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৬৪১ জন অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৪ লাখ ২৫ হাজার ৬২৯ জন।

২০১৮ সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই হিসেবে আবেদনের চার বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হয়।