পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ, প্রার্থী ৩১২

প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন পুলিশ অধিদপ্তরের আওতাধীন স্পেশাল ব্রাঞ্চ, ঢাকার নবম গ্রেডের সিনিয়র কম্পিউটার অপারেটর পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসির) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগরে পিএসসি ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩১২।

কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পিএসসির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০, প্রাসঙ্গিক টেকনিক্যাল/কারিগরি বিষয়ে ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের চার ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা নিষিদ্ধ। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এবং পরীক্ষা শুরুর ২ ঘণ্টার মধ্যে কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না।