গণপূর্ত অধিদপ্তরের ৪৪৯ পদের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
গণপূর্ত অধিদপ্তরের ১৪ থেকে ১৬তম গ্রেডে ৭ ক্যাটাগরির ৪৪৯টি শূন্য পদে জনবল নিয়োগে লিখিত পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ থেকে ১৬তম গ্রেডে ৭ ক্যাটাগরির ৪৪৯টি শূন্য পদে জনবল নিয়োগে ২০২২ সালের ৮ ও ৯ এপ্রিল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই ৭ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা ২৩ ডিসেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুর-১০; সরকারি বাঙলা কলেজ, মিরপুর; বিসিআইসি কলেজ, মিরপুর-১; মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, বয়েজ সেকশন, মিরপুর-৬; বাড্ডা আলাতুন্নেসা হায়ার সেকেন্ডারি স্কুল, বাড্ডা; তেজগাঁও মডেল হাইস্কুল, তেজকুনিপাড়া; আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আরমানিটোলা ও কবি নজরুল সরকারি কলেজে অনুষ্ঠিত হবে।
হিসাব সহকারী পদের পরীক্ষা ফজলুল হক মহিলা কলেজ, গেন্ডারিয়া; সবুজবাগ সরকারি কলেজ; দনিয়া কলেজ, দনিয়া, যাত্রাবাড়ী; সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলী; মিরপুর কলেজ, মিরপুর-২; খিলগাঁও মডেল কলেজ ও ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, মাতুয়াইলে অনুষ্ঠিত হবে।
স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, জরিপকারী, নকশাকার, কার্যসহকারী ও ট্রেসার পদের পরীক্ষা সরকারি তিতুমীর কলেজ, মহাখালীতে অনুষ্ঠিত হবে।
৪৪৯টি পদের মধ্যে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে ২৪টি, জরিপকারী পদে ১৪টি, নকশাকার পদে ১০৬টি, কার্যসহকারী পদে ২৩টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৮০টি, হিসাব সহকারী পদে ১০১টি এবং ট্রেসার পদে ১টি শূন্য পদ আছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়েছে। প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। প্রবেশপত্রটি সংরক্ষণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের প্রিন্ট কপি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
লিখিত পরীক্ষার কেন্দ্র তালিকা ও পুরো আসনবিন্যাস এখানে দেখা যাবে।