বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হতে পারে।
পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬০০ বিজেএস লিখিত পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্–যোগ্যতা হিসেবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর তিনটি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। প্রিলিতে অংশ নেবেন ৫ হাজার ৬০০ প্রার্থী।
ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৬০০ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা।