ডাক অধিদপ্তরের মৌখিক পরীক্ষা সোমবার
ডাক অধিদপ্তরের সহকারী পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর (সোমবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে প্রার্থীদের মুঠোফোনে ইতিমধ্যে খুদেবার্তা দেওয়া হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনের কপি, শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), তিন কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার বোর্ডে দেখাতে হবে।
এ ছাড়া সব মূল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সব প্রার্থীকে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি এই লিংকে দেখা যাবে।