পিএসসির নতুন চেয়ারম্যান অফিস শুরু করেছেন, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা

ছবি: পিএসসি সৌজন্যে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সভাপতি অধ্যাপক মোবাশ্বের মোনেম এবং চারজন সদস্য আজ বৃহস্পতিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পিএসসির চার সদস্য হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

আরও পড়ুন
আরও পড়ুন

এদিকে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও সদস্যরা অফিস শুরু করেছেন। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন চেয়ারম্যান।

ছবি: পিএসসি সৌজন্যে

এর আগে গত মঙ্গলবার পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও চারজন সদস্য শপথ নেন। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাঁদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আরও পড়ুন