বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের রাজস্ব খাতভুক্ত ভান্ডাররক্ষক পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬তম গ্রেডের ভান্ডাররক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৫ জন। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময়সূচি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট ও প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
গতকাল শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।