নৌবাহিনীর কমিশন্ড অফিসার পদের লিখিতের ফল প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন্ড অফিসার ২০২৩বি ডিইও ব্যাচের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২৭ জানুয়ারি নৌবাহিনী কলেজ, ঢাকা কেন্দ্রে এ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নৌবাহিনীর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে

আইএসএসবি পরীক্ষার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রত্যেক প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আইএসএসবি থেকে খুদে বার্তা পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এ ওয়েবসাইটে লগইন করে অনলাইনে বায়োডাটা পূরণ করতে হবে। পরবর্তী সময় একজন প্রার্থী আইএসএসবি পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখসহ কল আপ লেটার পাবেন।

আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদের ওয়েবসাইট থেকে প্রার্থীদের আইএসএসবি পরীক্ষার তারিখ জানা যাবে এবং কল-আপ লেটার ডাউনলোড করে আইএসএসবিতে নির্ধারিত তারিখ ও সময় হাজির হতে হবে। আইএসএসবি–সংক্রান্ত যেকোনো তথ্য আইএসএসবির ওয়েবসাইটে পাওয়া যাবে।