৪০তম বিসিএসে নন-ক্যাডারে সুপারিশ পাওয়া ৮৯৩ জনকে নিয়োগে প্রজ্ঞাপন

৪০তম বিসিএসে নন-ক্যাডারে কারিগরি ও মাদ্রাসা বিভাগে বিভিন্ন পদে সুপারিশ পাওয়া ৮৯৩ জনকে প্রার্থীকে নিয়োগের প্রজ্ঞাপন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৮৯৩ জনের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে একজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে সুপারিশ করা কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে চারজন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে ইনস্ট্রাক্টর পদে। টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

এ ছাড়া ৪০তম বিসিএস নন-ক্যাডার থেকে সুপারিশকৃত কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন