বাংলাদেশ ব্যাংকের এডি পদে লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করা হয়।
সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬২৬। এর মধ্যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার, মোহাম্মদপুরের সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে ২ হাজার এবং মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬২৬।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ছাড়া কোনো কাগজ, মুঠোফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষেধ। পরীক্ষার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না।
পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। সকাল ১০টায় পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ হবে। এরপর কোনো প্রার্থীকে কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে এ লিংকে।