সাবেক সচিব মো. খলিলুর রহমান ও সৈয়দ মো. গোলাম ফারুকের অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাঁকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদে তাঁরা এই দায়িত্ব পালন করবেন, তবে এর আগে বয়স ৬৫ বছর পূর্ণ হলে তখনই সদস্যপদের মেয়াদ শেষ হবে।