পিএসসির নতুন দুই সদস্য শপথ নিলেন

শপথবাক্য পাঠ করছেন অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিলেন সাবেক সচিব মো. খলিলুর রহমান এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক।

আজ বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন ও পিএসসি সচিব মু. আ. হামিদ জমাদ্দার উপস্থিত ছিলেন।

সাবেক সচিব মো. খলিলুর রহমান ও সৈয়দ মো. গোলাম ফারুকের অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাঁকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শপথবাক্য পাঠ করছেন মো. খলিলুর রহমান।
ছবি: সংগৃহীত

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদে তাঁরা এই দায়িত্ব পালন করবেন, তবে এর আগে বয়স ৬৫ বছর পূর্ণ হলে তখনই সদস্যপদের মেয়াদ শেষ হবে।