ভারতের বৃহত্তম আইটি প্রতিষ্ঠানের হোম অফিস বন্ধ
ভারতের বৃহত্তম আইটি কোম্পানি টাটা কনসালট্যান্সি সার্ভিস (টিসিএস)। করোনার সময় থেকে এ প্রতিষ্ঠানে চলছিল হোম অফিস। এখন কর্মচারীদের বাড়িতে বসে কাজ করা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে টিসিএস। ১ অক্টোবর থেকে অফিসে এসে কাজ করা শুরু হয়েছে। এখন থেকে সপ্তাহে পাঁচ দিন আসতে হবে অফিসে। কোম্পানির নিয়ম না মানলে কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
‘মুনলাইটিং’–এর ঘটনা সামনে আসার পরই টাটা কনসালট্যান্সি সার্ভিস কর্মীদের অফিসে এসে কাজের সিদ্ধান্তের কথা জানাল। তবে এ সিদ্ধান্ত কর্মীরা কেমনভাবে নেবেন, তা নিয়ে কিছু শঙ্কা আছে।
টিসিএস–এর একটি হাইব্রিড কাজের নীতিতে কর্মীরা সপ্তাহে তিন দিন অফিসে কাজ করছিলেন। আর অনেকে হোম অফিসে। এখন সবাইকে অফিসে এসে কাজ করতে হবে।
কোভিড-১৯ মহামারির লকডাউনের সময়ে টিসিএসসহ ভারতের প্রধান আইটি সংস্থাগুলো বাড়িতে থেকে কাজ করার সুযোগ দিয়েছিল কর্মীদের। এরপর আড়াই বছরের বেশি সময়ে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই অনেক কোম্পানি এখন তাদের কর্মীদের অফিসে ফিরে যেতে উৎসাহিত করছে।
হোম অফিসে কাজের সময় অনেক প্রতিষ্ঠানের কর্মী একই সঙ্গে দুটি কোম্পানির জন্য কাজ করেছিলেন বলে অভিযোগ আছে। এর ফলে বাড়ি থেকে কাজ বা হোম অফিসের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়। এ ঘটনাকে ক্যারিয়ারে ‘মুনলাইটিং’ বলা হয়। ‘মুনলাইটিং’–এর অনেক ঘটনা আলোচনায় আসার পরে টিসিএস হোম অফিস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার বিষয়, টিসিএস–কর্মীরা ব্যাপারটিকে কীভাবে নেন। কারণ, এ পদক্ষেপ আইটি প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে নানা উদ্বেগের জন্ম দিয়েছে। কারণ, ট্রাফিক জ্যামসহ নানা ঝক্কি পেরিয়ে অফিসে আসার ঝামেলার সঙ্গে অফিসে ফিরে কীভাবে মানিয়ে নিয়ে কাজের পরিমাণ ঠিক রাখা যাবে, তা নিয়ে উদ্বেগটা থাকবে।