৭ ব্যাংকে তৃতীয় পর্যায়ে অফিসার ক্যাশ পদে নিয়োগ পেলেন ৩৬ জন

সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ও প্রবাসী কল্যাণ ব্যাংকে ৩৬ (ছত্রিশ) প্রার্থী নিয়োগ পেলেন। সাতটি ব্যাংকে ২০২০ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ পদের তৃতীয় পর্যায়ে প্রাথমিকভাবে এই ৩৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন। ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকে ২০২০ সালভিত্তিক ‘অফিসার (ক্যাশ)’ পদে নিয়োগে ২০২১ সালের ২১ ডিসেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারী প্রার্থীদের মধ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমানুসারে প্রণীত প্যানেল থেকে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংকে তৃতীয় পর্যায়ে ৩৬ (ছত্রিশ) প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন
  • সোনালী ব্যাংক: 623830, 534635, 507648, 593324, 565293, 567910 = ৬ জন

  • অগ্রণী ব্যাংক: 594294, 506178, 581676, 571436, 634233, 642629, 662392, 587109, 521627, 536283, 516290, 500133, 528643, 596897, 531168, 548238, 523304, 625567 = ১৮ জন

  • বাংলাদেশ কৃষি ব্যাংক: 571323, 580925, 545061, 571101, 620016, 513394, 566611 = ৭ জন

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: 607908 = ১ জন

  • প্রবাসী কল্যাণ ব্যাংক: 523511, 644352, 651706, 651591 = ৪ জন

নিয়োগসংক্রান্ত পরবর্তী সব কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সম্পাদন করবে।

আরও পড়ুন