সমন্বিত সাত ব্যাংকের সিনিয়র অফিসারের প্যানেল দ্রুত চান চাকরিপ্রার্থীরা

ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) ২০১৮–এর প্রথম প্যানেল দ্রুত প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন প্যানেলে চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে এ মানববন্ধন করেন তাঁরা।

এ নিয়োগে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

নাম প্রকাশ না করার শর্তে প্যানেলে চাকরিপ্রত্যাশী এক প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘২০২২ সালের ৩ আগস্ট ৭৭১ পদের জন্য চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। এরপর দীর্ঘ ১৩ মাস কেটে গেলেও প্রথম প্যানেল প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

২০২২ সালের ২৯ সেপ্টেম্বর ৮৬৮টি পদের জন্য প্রকাশিত হওয়া সিনিয়র অফিসার (সাধারণ)–২০১৯ চূড়ান্ত ফলাফলের পর ১ম প্যানেল গত ২৪ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। আগে ফলাফল দিয়েও প্যানেল না দেওয়ায় আমরা হতাশার মধ্যে আছি। নিয়মমতে, ২০১৮ সালভিত্তিক সিনিয়র অফিসার পদে যেহেতু আগে ফলাফল প্রকাশ করা হয়েছে, তাই এ ব্যাচের প্রথম প্যানেল আগে দেওয়া উচিত ছিল। কিন্তু আমাদের প্যানেল না দিয়ে পরের ব্যাচের প্যানেল দেওয়া হয়েছে।’

মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা বলেন, ‘২০১৮ সালভিত্তিক সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার পদে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২ হাজার ৪০৪ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করি। ২০২২ সালের ৩ আগস্ট ৭৭১ জনকে বিভিন্ন ব্যাংকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আমরা যারা প্রথম পর্যায়ে নির্বাচিত হতে পারিনি, তারা এক বছরের বেশি সময় ধরে প্যানেলের জন্য অপেক্ষা করছি।

আরও পড়ুন

করোনাকালীন স্থবির সময়ে দীর্ঘদিনের বেকারত্ব ও অনিশ্চয়তার মধ্যে এ পরীক্ষা ছিল একঝলক আশার আলো। প্যানেলপ্রত্যাশী আমাদের অনেকেরই বয়স শেষ। আবার অনেকেই অন্য কোথাও এখন পর্যন্ত সুপারিশপ্রাপ্ত না হয়ে এই প্যানেলের অপেক্ষায় বসে আছি। তাই ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে আমরা দ্রুত প্রথম প্যানেল চাই।’

আরও পড়ুন