জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন চার ক্যাটারির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৩ জন, কম্পিউটার অপারেটর পদে ৬৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬০ ও অফিস সহায়ক পদে ৫৬ জন উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
চার ক্যাটারির পদের লিখিত পরীক্ষার ফল দেখা যাবে এ লিংকে।