বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার পদে নির্বাচিত হলেন যাঁরা
বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
মেডিকেল অফিসার পদে মোট ১৩ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর (বাঁ থেকে ডানে মেধাক্রমানুসারে) ৯০১৩৪০, ৯০০৫৯৫, ৯০৪০৩৮, ৯০৩০৭৪, ৯০২৬২৯, ৯০০৬৭৭, ৯০৩২০৬, ৯০৩৬০৮, ৯০৩০২৪, ৯০৪০০১, ৯০০৭৩৭, ৯০২৫৩১ এবং ৯০০৫৬১ = মোট ১৩ জন।
নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক্-পরিচয় সম্পর্কিত বাংলাদেশ পুলিশ বিভাগের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলাদি যাচাই করার পর নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য ২০২১ সালের ২৮ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে লিখিত এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।