৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে অবস্থানরত চাকরিপ্রার্থীদের সরাল আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: মোছাব্বের হোসেন

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন একদল চাকরিপ্রার্থী। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা সেখানে অবস্থান নেন। এ সময় তাঁদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে করব দে’, ‘ড্রিম পিএসসি’ , ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।

অবস্থানের একপর্যায়ে চাকরিপ্রার্থীরা আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসি যাওয়ার পথ থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অবস্থান কর্মসূচিতে আসা এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশের সঙ্গে লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ দেওয়া হয়। কিন্তু ৪৬তম বিসিএসের প্রিলির ফল যখন দ্বিতীয়বার প্রকাশ করা হয়, তখন লিখিত পরীক্ষার সম্ভাব্য কোনো তারিখ দেওয়া ছিল না। এ ছাড়া ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাসে কিছুটা পরিবর্তন আসে, প্রার্থীদের নতুন করে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। কিন্তু সরকারি কর্ম কমিশন প্রার্থীদের কথা চিন্তা না করে হঠাৎ করে লিখিত পরীক্ষার জন্য ৮ মে তারিখ ঘোষণা করে। এতে আমরা সাধারণ প্রার্থীরা বিপদে পড়েছি। আমাদের একটাই দাবি, লিখিত পরীক্ষা পেছানো হোক।’

চাকরিপ্রার্থীদের সরিয়ে দিচ্ছে পুলিশ
ছবি: প্রথম আলো

অপর এক চাকরিপ্রার্থী বলেন, ‘পিএসসির চেয়ারম্যান স্যার পরীক্ষা পেছানোর জন্য তিন দিন সময় চেয়েছিলেন। আজ দুই দিন পার হলো। আগামীকাল শুক্রবার। তাই আজকের মধ্যেই আমরা সিদ্ধান্ত চাই। এ জন্য অবস্থান নিয়েছি।’

এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, তাঁরা চাকরিপ্রার্থীদের সমস্যাগুলো বিচার–বিশ্লেষণ করছেন। তাঁদের কথা শুনবেন বলে তিনি জানান।

ছবি: প্রথম আলো

গত মঙ্গলবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে পরীক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধির সঙ্গে বৈঠকে করেন পিএসসির চেয়ারম্যান।