বস্ত্র অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৭০
বস্ত্র অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১৭০ জন।
বস্ত্র অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭০ জনের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উত্তীর্ণ হয়েছেন ১৫৩ জন এবং ড্রাইভার পদে উত্তীর্ণ হয়েছেন ১৭ জন।
বস্ত্র অধিদপ্তরের জনবল নিয়োগের লক্ষ্যে গত শুক্রবার রাজধানীর খিলগাঁও উচ্চবিদ্যালয়, খিলগাঁও মডেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই দুই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।