সেসিপ গণবিজ্ঞপ্তির নির্বাচিত প্রার্থীদের সনদ জমা দিতে হবে
সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩-এর আওতায় বিভিন্ন ট্রেডে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের সনদ জমা দিতে নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক গত ১১ জুন প্রকাশিত সেসিপ গণবিজ্ঞপ্তি ২০২৩-এর আওতায় যেসব প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, তাঁদের নিবন্ধন পরীক্ষার মূল সনদ, সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, মূল মার্কশিট এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি যাচাইয়ের জন্য ১৯ সেপ্টেম্বর জমা দিতে হবে।
মূল কপিসহ সব কাগজপত্রের এক সেট ফটোকপি যাচাইয়ের জন্য ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সরাসরি এনটিআরসিএর কার্যালয়ে সংশ্লিষ্ট যাচাই কমিটির সামনে প্রার্থীদের উপস্থিত হতে হবে। নির্ধারিত তারিখে সব সনদসহ উপস্থিত হতে না পারলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।