সাধারণ বীমা করপোরেশনের পরীক্ষা ৬ সেপ্টেম্বর, প্রার্থী ৫৪,৭২২
সাধারণ বীমা করপোরেশনের নবম গ্রেডের সহকারী ম্যানেজার পদে সরাসরি নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ম্যানেজার পদের এমসিকিউ পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর ২২টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৭২২ জন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট (অবশ্যই রঙিন) করে নিতে হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা প্রার্থীদের অবশ্যই পালন করতে হবে। কোনো প্রার্থীর প্রবেশপত্র–সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে যোগাযোগ করা যাবে।