কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব)-এর ৬ পরীক্ষার ফল প্রকাশ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব)–এর ১১-২০ গ্রেডভুক্ত ৬টি পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কম্পিউটার অপারেটর (২টি), উচ্চমান সহকারী (৯টি), ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (১টি), গাড়িচালক (৯টি), সিপাই (৪৫টি) ও অফিস সহায়ক (১৯টি) পদসহ ৮৫টি শূন্য পদে নিয়োগে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পদভিত্তিক রোল নম্বর প্রকাশ করা (মেধাক্রম অনুসারে) হয়েছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সন্তোষজনক পুলিশ তদন্ত প্রতিবেদন, অন্য দলিলাদি যাচাই ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রাপ্তির পর নিয়োগ প্রদান করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে কোনো প্রার্থীর বিরুদ্ধে পুলিশ তদন্ত প্রতিবেদনে কোনো বিরূপ মন্তব্য থাকলে, দলিলাদি যাচাইয়ে কোনোরূপ ভুল তথ্য পাওয়া গেলে কিংবা স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে তাঁর প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলের বিষয়ে যেকোনো সংশোধন/পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।
* ফলাফল দেখতে এখানে ক্লিক করুন