ফার্মাসিস্ট পদে সাময়িকভাবে নির্বাচিত ২৭৫ জন
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফার্মাসিস্ট পদে ২৭৫ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে ২৭৫ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত করেছে বিভাগীয় নির্বাচন কমিটি।
সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানা ও আবেদনের সঙ্গে জমা দেওয়া অন্যান্য সনদপত্র ভুল ও অসত্য প্রমাণিত হলে প্রার্থীর নির্বাচন বাতিল করা হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য প্রমাণিত হলে তাঁর নির্বাচন বাতিল করা হবে।
সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে ।