চতুর্থ গণবিজ্ঞপ্তির ত্রুটিবিচ্যুতির বিষয়ে যা বলল এনটিআরসিএ

প্রতীকী ছবি: প্রথম আলো

শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারির পর এ নিয়োগে কোনো ত্রুটিবিচ্যুতি আছে কি না, তা যাচাই করা শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিষয়ে চাকরিপ্রার্থীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর সচিব (উপসচিব) মো. ওবায়দুর রহমান আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এরপর ফল নিয়ে কিছু চাকরিপ্রার্থী আপত্তি জানিয়ে আমাদের কাছে আবেদন করতে শুরু করেছেন। আমরা তাঁদের আবেদন যাচাই-বাছাই শুরু করেছি। এ ফলে কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা তদন্ত করে দেখছি। কোনো ব্যত্যয় হলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কি না, তা জানতে চাইলে সচিব বলেন, আগে তো ত্রুটিবিচ্যুতি যাচাই করব, তারপর অন্য সিদ্ধান্ত। তবে এখন পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়কেও এ বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

সম্প্রতি চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। ফলাফলে ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের কথা জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশের লক্ষ্যে প্রাথমিকভাবে ৩২ হাজার ৪৩৮ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটে চতুর্থ গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে এবং এ ওয়েবসাইটেও পাবেন ফলপ্রত্যাশীরা। এ ছাড়া নির্বাচিত প্রার্থী এবং প্রতিষ্ঠানপ্রধানদের খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ আবেদন আইডি ও মুঠোফোন নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তাঁর প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে খুদে বার্তা না পেলে এনটিআরসিএর ওয়েবসাইটের চতুর্থ গণবিজ্ঞপ্তি ২০২২ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম (ভি-রোল) অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। ফরম জমা করা-সংক্রান্ত নির্দেশনা পরবর্তী সময়ে এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও নির্বাচিত প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

২০২২ সালের ২১ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।

আরও পড়ুন