মেট্রোরেলের ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশ, মৌখিকের তারিখ খুদে বার্তায়
শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি-১০–এর আওতায় টিকেট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্টেন্ট পদের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকেট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের বিপরীতে ৯ থেকে ১২ ডিসেম্বর মোট ৪ দিন অনুষ্ঠিত কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে দক্ষতা যাচাই (ব্যবহারিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হলো।
টিকেট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে।
কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে দক্ষতা যাচাই (ব্যবহারিক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ডিএমটিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।