বাংলাদেশ ব্যাংকের এডির লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৪৭
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৪৭ জন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় বসতে হবে। ১৩ জুলাই মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। প্রতিদিন ৬০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিউ কার্ড হিসেবে গণ্য হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।
সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সূচি দেখতে এখানে ক্লিক করুন।